চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ দেওয়ানহাট এলাকায় ঈদের তৃতীয়দিন স্বামীর সাথে বেড়াতে বের হয়ে রহস্যজনক নিখোঁজ রয়েছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যায় দোহাজারী দেওয়ানহাট এলাকায়। এ ব্যাপারে নিখোঁজ গৃহবধুর স্বামী হামিদুর রহমান শুক্রবার রাতে চন্দনাইশ থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন।
থানায় দায়েরকৃত ডায়েরি সূত্রে জানা যায় উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ এলাকার হামিদুর রহমান ৩মাস পূর্বে মারজানা আকতার (২০)কে বিয়ে করেন। গত ৫ মে দুপুরে হামিদুর রহমান তার স্ত্রীকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে দোহাজারী দেওয়ানহাট এলাকায় একটি ব্যাটারী চালিত অটোরিক্সা ভাড়া করতে গেলে এ সুযোগে গৃহবধু নিঁেখাজ হয়। অনেক খোাঁখুঁিজ করে তার স্ত্রীকে না পেয়ে হামিদুর রহমান শুক্রবার রাতে চন্দনাইশ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। চন্দনাইশ থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।