নোয়াখালীর সেনবাগে বালতীর পানিতে ডুবে মাহী নামের এক বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। নিহত মাহী সেনবগ উপজেলার ২ নং কেশারপাড় ইউনিয়নের বীরকোট (বায়তুল্লা) গ্রামের মোঃ ইউচুপের মেয়ে। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
স্থানীয় সুত্রে জানাগেছে,বৃহস্পতিবার বিকেলে বীরকোট গ্রামের ইউসুফের এক বছরের মেয়ে মাহী খেলা করতে গিয়ে বসতঘরের সামনে রাখা পানির বালতী পড়ে ডুবে মারা যায়।