মুন্সীগঞ্জের গজারিয়ায় তুচ্ছ ঘটনা'কে কেন্দ্র করে ছোট ভাইয়ের স্ত্রী কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে বড় ভাই মিলন ভুইয়ার বিরুদ্ধে।
অভিযুক্ত মিলন ভুইয়া গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মৃত মালেক ভুইয়ার ছেলে।
গত ২ মে (সোমবার) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে
ছোট ভাইয় কিরন ভুইয়ার স্ত্রী মৌসুমী আক্তার মিশু কে ধারালো বটি দিয়ে কুপিয়ে জখম করে। আহত মৌসুমী আক্তার মিশু গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এঘটনায় মৌসুমী আক্তারের স্বামী কিরন ভুইয়া চার জনের নাম অন্তর্ভুক্ত করে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার তিনদিন পর
ভাসুর মিলন ভুইয়া, তার স্ত্রী নাদিরা বেগম ও ছেলে আবিরকে আটক করেছে থানা পুলিশ।
গুরুতর আহত মৌসুমী আক্তার মিশুর বরাত দিয়ে স্বামী কিরন ভুইয়া জানান, সোমবার সকালে বাঁশ ঝাড় থেকে একটি বাঁশ কেঁটে তার স্ত্রী মৌসুমী আক্তার মিশু নিয়ে আসার পথে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার বড় ভাই মিলন ভুইয়া। একপর্যায়ে তার স্ত্রী তাদের ভয়ে বসত ঘরে ভিতর এসে দর্জা বন্ধ করে দেয়। এ সময় ধারালো বটি রড় লাঠিসোঁটা নিয়ে মিলন ভুইয়া তার স্ত্রী ও ছেলে মিলে বসত ঘরের দর্জা ভেঙে ভিতরে প্রবেশ করে তার স্ত্রী মৌসুমী আক্তার মিশু কে এলোপাথারী কুপিয়ে জখম করে। আমার স্ত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লরছেন।
এব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন জানান, এ ঘটনায় এজাহার ভুক্ত প্রধান আসামি সহ তিনজন কে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অব্যহত রয়েছে।