চট্টগ্রামের চন্দনাইশে পুলিশ গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার জোয়ারা ও বরমায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় মহিলাসহ ৬জনকে আটক করেছেন। আটককৃতরা হলো দক্ষিণ জোয়ারা ৯নং ওয়াডস্থ জিহস ফকির পাড়া এলাকার আবুল কালামের ছেলে শাহজাহান (৩৫) সাহাব উদ্দিন(৩০) ও তারই স্ত্রী শাহিনা আক্তার (২৭), আবুল কালামের স্ত্রী আরেফা খাতুন (৪৭)এবং বরমা ইউনিয়নের চর বরমা এলাকার রুহুল আমিনের ছেলে মো: আনিছ (২৭) .সিরাজুল হকের ছেলে অহিদুল আলম (২৯)। পরে তাদের কোট হাজাতে পাঠানো হয়। চন্দনাইশ থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।