পিরোজপুরের নাজিরপুরে দুই ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। গত বুধবার (০৪ মে) রাতে উপজেলা ছাত্রলীগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলার মালিখালী ও শাঁখারীকাঠী ওই দুই ইউনিয়নের কমিটি বিলুপ্ত করেন। জানা গেছে, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস, জেষ্ঠ্য যুগ্ম সাধারন সম্পাদক শেখ মো. আল-আমীন সহ অন্য ৩ যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। এতে উপজেলার ২নং মালিখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক বিবাহিত এবং ৫নং শাঁখারীকাঠী ইউনিয়ন সহ উভয় ইউনিয়নে সংগঠনের কার্যক্রম নিস্ক্রিয় ও মেয়াদোত্তীর্ন হওয়ায় তাদের কমিটি বিলুপ্ত করা হয় বলে উল্লেখ করা হয়। একই সাথে নতুন কমিটিতে সভাপতি/ সম্পাদকের পদ প্রত্যাশীদের আগামী ১০ দিনের মধ্যে সংগঠনের উপজেলা আহ্বায়ক/ জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়কের কাছে জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে। সংগঠনের উপজেলা কমিটির জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক শেখ মো. আল-আমীন জানান, সংগঠনের ওই দুই ইউনিয়নের সভাপতি/ সম্পাদকের বিরুদ্ধে সংগঠনের নিয়ম-নীতি বর্হিভুত বিভিন্ন অভিযোগ ও তাদের কার্যক্রম নিস্ক্রিয় থাকায় কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।