মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য ভাটেরচর অবস্থিত ভাটেরচর দে, এ, মান্নান পাইলট উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট।
টোটাল ৯০ মিনিট খেলা অনুষ্ঠিত হয় দু'দলই সমান্তরাল খেলা উপহার দিয়েছে দর্শকদের চাচা ভাতিজা ফুটবল টুর্নামেন্ট সৃজন-২ খেলার ফলাফল চাচা -২ ভাতিজা-১
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী সাখাওয়াত হোসেন, মহা ব্যবস্থাপক দেশবন্ধু গ্রপ
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক রফিকুল ইসলাম, খেলাটি আয়োজন করেছেন প্রকৌশলী সিরাজুল ইসলাম, প্রতিষ্ঠা পরিচালক হোল টেক সল্শুনস,
খেলা দেখার জন্য মাঠের চারপাশে প্রচুর পরিমান দর্শক ছিলেন জাঁকজমকপূর্ণ একটি খেলার আয়োজন করা হয়েছে এ সময় বক্তারা বলেন আমরাই খেলা আয়োজন করেছি।
যুবকরা যেন খেলার প্রতি আকৃষ্ট হয় মাদকের থেকে যেন দূরে থাকে আমরা মনে করি এ ধরনের খেলা আয়োজন করলে মাদক নির্মূল করা যাবে তাই ভবিষ্যতে আমরা আরো অনেক খেলা আয়োজন করব এবং যুবকদেরকে মাঠে ধরে রাখবো।
পরে তারা বিজয়ী দলের হাতে ক্রেস্ট তুলে দেন।