চাঁদপুর শগরের বড়স্টেশন মোলহেডে বঙ্গবন্ধু পার্কে রাউন্ড রাইড(চরকা) ধেকে পড়ে ফরহাদ নামে বছরের এক বালক গুরুতর আহত হয়েছে। ঈদের পর দিন বুধবার সন্ধ্যায় ওই পার্কের পুরাতন রেলস্টেশনে বিনোদন রাইড চত্বরে এ দুর্ঘটনা ঘটে বলে সেখানে ঘুরতে আসা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। আহত ছেলেটিকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করে।
ম্যানুয়ালি পদ্ধতিতে এখানে যে কয়টা রাউন্ড রাইড রয়েছে। সেগুলো ব্যবহার শিশুদের জন্য কতটুকু নিরাপদ কেউ খতিয়ে দেখছে না। অবৈধভাবে এগুলো স্থানীয় কিছু লোককে ম্যানেজ করে বসানো হয় বলে জানা যায়। ফলে প্রায় সময় এসব রাইডে চড়তে গিয়ে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে।
এদিকে, চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহারকে ঘটনাটি লিখিত ভাবে জানানো হয়েছে। রেলওয়ে ওসি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে চরকা রাইডটি বন্ধ করে দেওয়া হয়েছে।