গত ১ মে রবিবার দিবাগত গভীর রাতে জামালপুর র্যাব-১৪ এর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে একটি অভিযানিক দল শেরপুর জেলার ঝিনাইগাতি থানাধীন নওকুচি গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। ব্যাব-১৪ জানায়, গ্রেফতারকৃত সন্ত্রাসী শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার নওকুচি এলাকার বাসিন্দা মাইকেল মারাক ওরফে বিনেশ এর ছেলে নির্মল সাংমা (২৮)। গ্রেফতার কৃত সন্ত্রাসীর কাছ থেকে ১ টি দেশীয় কাটা রাইফেল, ১ টি দেশীয় পাইপ গান. ৩ রাউন্ড কার্তুজ, ৩টি ককটেল, ১টি মোবাইল সেট সীমসহ নগদ ৪৪০ টাকা উদ্ধার করা হয়। পরে সন্ত্রাসীকে ঝিনাইগাতি থানায় পুলিশে সোপর্দ্দ করেছে বলে র্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।এ ব্যাপারে র্যাব এর পক্ষ থেকে জানানো হয়েছে এ ধরণের অপরাধে তাদের অভিযান অব্যাহত থাকবে।