গত দুই বছরে করোনায় কোথাও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করা হয়নি।এবার রংপুর কেন্দ্রীয় কারাগারে ৬ শিশুবন্দী মায়েদের সাথে আনন্দঘন পরিবেশে ঈদ করেছেন।এসব মা বিভিন্ন মামলায় হাজতি হিসেবে কারাগারে রয়েছেন।
কারাগারের সুপার প্রশান্ত কুমার বণিক জানান,কারাগারে বন্দী মায়েদের সাথে ৬ জন শিশু রয়েছে।এর মধ্যে ৩ জন ছেলে এবং ৩ জন মেয়ে ।সকলের বয়স ৬ বছরের নিচে।ঈদ উপলক্ষ্যে শিশুদের নতুন জামা,খেলনা দেওয়া হয়েছে।শিশুরা আনন্দের সাথে ঈদ উদযাপন করেছে।এছাড়াও কারাগারে দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।ঈদ উপলক্ষ্যে বন্দীদের উন্নত মানের খাবারও প্রদান করা হয়।