করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার দিনাজপুরের হাকিমপুরে বিভিন্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের ঈদের জামাত। রবিবার সন্ধ্যায় পৌর সভার কার্যালয়ে হিলি হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেন।
ঈদ-উল ফিতর উপলক্ষে হিলি-হাকিমপুর পৌর সভা অভ্যন্তরীন ঈদগাহ মাঠের সমুহে ঈদের নামাজের সময়সূচি
বাংলাহিলি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৮:১৫,হিলি মাদ্রাসা ঈদগাহ মাঠে ৮:৩০,মুহড়াপাড়া ঈদগাহ মাঠে ৭:৩০,চন্ডিপুর ঈদগাহ মাঠে ৮:১৫,হাকিমপুর ডিগ্রী কলেজ ঈদগাহ মাঠে ৮:০০,ধরন্দা ঈদগাহ মাঠে ৮:০০,কাছিমিয়া মাদ্রাসা দক্ষিনবাসুদেবপুর ঈদগাহ মাঠে ৮:০০, ফাতেমা আমীর নুরানী মাদ্রাসা পালপাড়া ৮:৩০, বড় ডাঙ্গাপাড়া ঈদগাহ মাঠে ৮:৩০ ছোট ডাঙ্গাপাড়া ঈদগাহ মাঠে ৭:৪৫,ইসমাইলপুর ঈদগাহ মাঠে ৭:৪৫,ছোট জালালপুর ঈদগাহ মাঠে ৮:০০ রাউতারা ঈদগাহ মাঠে ৮:০০,ছাতনী ঈদগাহ মাঠে ৭:৩০ ও রাঙ্গামাটিয়া ঈদগাহ মাঠে ৭:৩০ মিনিটি ঈদুল ফিতরের ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
৫টি ঈদগাহ মাঠে সকল সাড়ে ৭ টায় ও ১০ টি ঈদগাহ মাঠে সাড়ে ৮ টায় ঈদুল ফিতরের ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মেয়র বলেন,করোনার প্রাদুর্ভাবের কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী খোলা মাঠে ঈদের বড় জামাত নিষিদ্ধ থাকায় বিগত দুই বছর যাবত হাকিমপুর পৌর সভার অভ্যন্তরীন ঈদগাহ মাঠে ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাত বন্ধ ছিল।