নোয়াখালীর সেনবাগে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী শাড়ি, লুঙ্গি বিতরন করেছেন সেনবাগ উপজেলা জাতীয় পার্টি সভাপতি এসএ গ্রুপের সমন্বয়ক হাসান মঞ্জুর। রোববার সকালে তিনি তার সেনবাগ উপজেলার বাতাকান্দী গ্রামস্থ নিজ বাড়িতে প্রায় এক হাজার পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গী ও নগদ টাকা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন হাসান মঞ্জুরের ছেলে ফাইজান হাসান তানহা ও আরহান হাসান তাহফি, সেনবাগ পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুন, সাধারন সম্পাদক মোঃ ফখর উদ্দিন, ভিপি সালাহ উদ্দিন, খন্দকার নিজাম উদ্দিন, নুরুল করিম সুমন,আবু নাছের সজীব, মহিন উদ্দিন বাবুল, মিজানুর রহমান, বাপ্পি, আবদুস সাত্তার ফারুক প্রমুখ।