নোয়াখালীর সেনবাগে ভ্র্যম্যমান আদালত পরিচালনা ২৮ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে ঈদ উপলক্ষে বাজার মনিটরিংয়ের আওতায় সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ওই অভিযানা পরিচালনা করেন। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪৪ ও ৩৭ ধারায় এবং নিরাপদ সড়ক আইনের ২০১৮ সালের ৩৭ ধারায় ১১ টি মামলায় ২৮ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন।এসময় সেনবাগ থানা পুলিশ তাকে সহযোগীতা করেন। ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানায়,এধরণের অভিযান অব্যাহত থাকবে।