বছর তিনেক ধরে ভূরুঙ্গামারী উপজেলার সদরে বিভিন্ন সড়কে খাল-খন্দ হওয়ায় জনদূর্ভোগ দিন দিন বেড়েই চলছে। যেমন ভূরুঙ্গামারী থানার পূর্ব দক্ষিণ কোনায় মেইন সড়কে বড় ধরনের খাল-খন্দ, ফকিরহাট সংলগ্ন সড়কে, সাদ্দাম মোড় পার হয়ে দের শত হাত উত্তরে, আয়শা সিদ্দিকা মাদ্রাসার সামনে এবং কামাতআঙ্গারিয়া মাদ্রাসার সামনে রাস্তার অবস্থা ভয়ানক। এ অবস্থায় অটো, মিশুক, মটর সাইকেল, ঠেলা গাড়ি, ভ্যান, পিকআপ, মাইক্রো, বাস, ট্রাক এবং জমনসাধারন চলাচল করতে দূর্ভোগ পোহাচ্ছে। এলাকার মানুষ নিজ খরচে দু-এক জায়গা মেরামত করেছে। অন্যান্য খালখন্দের রাস্তা অচিরেই মেরামত করার জন্য
সরকারের নিকট দাবী জানিয়ছেন।