আজ ২ রা মে সোমবার দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ,পটিয়া,লোহাগাড়া,সাতকানিয়া, আনোয়ারা,বোয়ালখালী ও বাশঁখালীর ৬০ গ্রামের মানুষ মাহে রমজানের ৩০রোজা শেষে ঈদুল ফিতরের নামাজ শেষে ঈদ উৎসব পালন করছেন। সকাল সাড়ে ৮টায় চন্দনাইশস্হ কাঞ্চনাবাদ শাহ সুফি জাহাঁগিরিয়া মমতাজিয়া দরবার শরীফের ময়দানে পীরজাদা মোহাম্মদ আলী শাহ (ম.জ.আ) র ইমামতিতে প্রধান ঈদ জামাত অনুষ্টিত হবে। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে দরবার শরীফের ভক্তরা ঈদের নামাজ আদায় করতে আগের দিন চলে এসেছেন বলে সাহেবজাদা মতিমিয়া মনসুর জানিয়েছেন। উল্লেখ্য দরবারের অনুসারীরা দীর্ঘ ২শত বছর ধরে সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা,ঈদুল ফিতর,ঈদুল আযহা পালন করে আসছেন।