হিলিতে মাদকদ্রব্য সেবনের দায়ে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড- প্রদান করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট নুর - আলম।
শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারেরর নিজ কার্যালয়ে এ দন্ড প্রদান করা হয়। দন্ড পাপ্তিদের ১ থেকে ৩ মাস করে কারাদন্ড- প্রদান করেন। দন্ড পাপ্তিরা হলেন উপজেলার সাদুরিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মনিরুল ইসলাম (৩৬), ধরন্দার মৃত আকবর মুন্সির ছেলে গোলজার মুন্সি(৩০),দক্ষিণ বাসুদেবপুর গ্রামের ফুল মিয়ার ছেলে সুজন মিয়া,মধ্য বাসুদেবপুর গ্রামের আঃ রাজ্জাকের ছেলে আবদুল কাইয়ুম(২০), লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার চবঢেংজার গ্রামের মিজানুরের ছেলে মিন্টু(৩০), জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শিশির গ্রামের মৃত কেরামত আলীর ছেলে রব্বানী (৩০),নওগা জেলার সদর উপজেলার চকদেব পাড়ার টুটুল হোসেনের ছেলে আজিজ হোসেন,বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার গ্রামের মৃত ইউসুব প্রামানিকের ছেলে মোর্শেদ প্রামানিক(৩৭)সহ আরো অনেকে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামিম বলেন, দীর্ঘদিন থেকে চুড়িপট্টি এলাকায় মাদক সেবন করে আসছিলো তারা। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ও আজকে সকালে পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ জনকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। এবং পরে তাদেরকে ভাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট নুর- এ আলম তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন।