মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে অন্তত ১০ জন। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপভ্যানের তুষার রাজবংশী (৪৭)নামে এক মাছ ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যায়। নিহত তুষার শ্রীনগর থানার বাড়ৈখালী এলাকার মৃত বলাই রাজবংশীর পুত্র।
হাসাড়া হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ৮ টারদিকে মাওয়াগামী স্বাধীন এক্সপ্রেস একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআাভ্যনটি দুমড়েমুচড়ে যায়। এ সময় পিকআপে থাকা মাছ ব্যবসায়ী তুষার রাজবংশী ঘটনাস্থলেই মারা যায় আহত হয় ১০ জন। গুরুতর আহত টোনা মিয়া (৪০) ও রতন মিয়া (৪৫)নামক ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
হাসাড়া হাইওয়ে থানার এস আই মো. জহিরুল ইসলাম ‘ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ঘাতক বাসটি আটক আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’