রংপুরের তারাগঞ্জে বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মাঝে প্যাকেটকৃত ইফতার বিতরণ করা হয়েছে। তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারাগঞ্জ বাজার রোডে শুক্রবার (২৯ এপ্রিল) তারাগঞ্জ হাটে আসা বিভিন্ন এলাকার মানুষের মাঝে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ওই ইফতার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আতিয়ার রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা সরকার, সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিয়াদুন্নবী রিয়াদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল আলম, সদস্য আশরাফুল ইসলাম লাজু, ওসমান গণি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম সানা, সহ-সভাপতি মাজেদুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, ছাত্রলীগ সভাপতি রাজা মন্ডল, সাধারণ সম্পাদক পিয়েল ইসলাম, যুগ্ম সম্পাদক সেজান আহম্মেদ প্রমুখ।