পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, দোয়ারাবাজার শাখা। শনিবার (৩০ এপ্রিল) সুনামগঞ্জ দোয়ারাবাজার লক্ষীপুরস্থ মাইজভাণ্ডারী খানকাহ্ শরীফে গোলাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সি এ জনাব শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। ইসলাম মানুষের মাঝে এই শিক্ষাই প্রদান করে আসছে। এধরনের কাজে তিনি সকলের সহযোগিতার আহ্বান করেন। নূর মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. শফিকুল ইসলাম, ইউপি সদস্য আহসান হাবিব হাসান, মাস্টার আবদুল হামিদ, ডা. এনামুল হক ও শামসুল আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. গোপাল চন্দ্র মজুমদার,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না, বিল্লাল হোসেন, সমছর আলী, রফিক মিয়া, মোঃ হেলাল উদ্দিন, আবদুল জলিল, ছিদ্দিকুর রহমান, আবুল হোসেনসহ সদস্যবৃন্দ।