কোম্পানীগঞ্জে ভিজিএফ কার্ড চাওয়ায় বিধবা নারীকে পিটিয়ে রক্তাক্ত জখম করে স্থানীয় ইউপি সদস্য। ঘটনাটি ঘটেছে সিরাজপুর ইউনিয়নের ০২নং ওয়ার্ডে ২৯/০৪/২০২২ইং তারিখ বিকেলে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় (ভিজিএফ) কর্মসূচির চালের কার্ড চাওয়ায় গত শুক্রবার বিকেলে পশ্চিম মোহাম্মদনগর গ্রামের মৃত ইউনূছ মিয়ার স্ত্রী রোকেয়া বেগম (৬০) কে একই এলাকার স¤্রাট মেম্বার লাঠি ও রড দিয়ে পিটিয়ে বিধমা মহিলার বুকে পিঠে ও তার গোপনাঙ্গে মারাত্মক জখম করে। পরে এলাকাবাসী ঐ মহিলাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। যার রেজি নং- ৮৭৯/১২, তারিখ ২৯/০৪/২০২২ইং। এলাকাবাসী জানায়, এই স¤্রাট মেম্বার ২০০১ সালে ২নং ওয়ার্ডে সেতু মন্ত্রীর ছোট ভাই দেলোয়ারকে ও সোহেল (৩৫) নামীয় তার আরেক সঙ্গীকে নিজ হাতে গুলি করে পালিয়ে গিয়েছিল। ওই গুলির চিহ্ন দেখিয়ে সোহেল জানান, স¤্রাট মেম্বার এলাকাতে দীর্ঘ দিন যাবত সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসিতেছে।
এ ঘটনার শিকার বিধবা রোকেয়া বেগম ওই ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আহত রোকেয়া বেগম জানান, আমাকে ভিজিএফ কার্ড চাওয়াতে যেভাবে মারধর করেছে এবং আমার যোনাঙ্গে লাথি মেরেছে তা কোন মানুষ কোন মানুষ-কে এইভাবে আঘাত করতে পারে না।