চট্টগ্রামের হাটহাজারীতে বারো ঘন্টার ব্যবধানে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দূর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। তাছাড়া আরো একজন আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক) চিকিৎসাধীন রয়েছে। একটি দূর্ঘটনার রেস কাটতে না কাটতে একই সড়কে ফের দূর্ঘটনায় এই মহাসড়কে চলাচলকারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্হানীয়, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল ছয়টা/ সাড়ে ছয়টার দিকে হাটহাজারী - নাজিরহাট মহাসড়কের খন্ডইল্যার ঘাঁটা নামক স্হানে নাজিরহাট গামী বাস (নং চট্টমেট্রো - জ- ১১- ০১৭৯) এর সাথে আটো রিকশার মুখোমুখি সংঘর্ষে বাসের চাকায় পিষ্ট হয়ে মাছ ব্যবসায়ী গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালী গ্রামের আনন্দ মাস্টারের বাড়ির মৃত হিমাংশু বড়ুয়া ছেলে নিকাশ বড়ুয়া( ৪৫) অটো রিক্সা চালক মেজ্জাইন্যা( ৫০) নামক দুই ব্যাক্তি ঘটনাস্থলে মারা গেছে। অটো রিক্সা চালকের সঠিক পরিচয় পাওয়া না গেলে ও তাৎক্ষণিক ভাবে তার নাম মেজ্জ্যাইন্যা বলে জানা গেছে।তাছাড়া গত শুক্রবার বিকালে বারো ঘন্টা পূর্বে এই মহাসড়কের সৈয়দ কোম্পানির রাস্তার মাথায় মোটরসাইকেল প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সরদার পাড়ার মোঃ শাহাজানের পুত্র মোঃ শাহাদাত হোসেন (২২) নামে তিন ব্যক্তি নিহত হয়েছে। এই দূর্ঘটনায় মোঃ শাকিল (১৫) নামে আরো এক ব্যাক্তি আহত হয়েছে। আহত ব্যাক্তি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার সংঘটিত দূর্ঘটনার বিষয়ে হাটহাজারী সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাজাহান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি বাসের নিচ থেকে মৃত অবস্থায় দুইজনকে উদ্ধার করে লাশ গুলো হাইওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি ওমর ফারুক জানান দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। উদ্ধারকৃত লাশ দুইটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান।