চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদস্থ সরকারি শিশু পরিবার (বালক) এর উদ্যোগে আসন্ন পবিত্র ঈদ- উল- ফিতর উপলক্ষে পিতৃ-মাতৃহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক ও প্রসাধনী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে শিশু পরিবারের হলরুমে ৯৬ জন শিশুদের মাঝে এ পোশাক বিতরণ করেন প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল শার্ট,প্যান্ট,গেঞ্জি,লুঙ্গি,স্যান্ডেল,গামছা,জুতো,পায়জামা,পাঞ্জাবী,টুপি,বিউটি সোপ ও আতর। সহকারি তত্ত্বাবধায়ক মোঃ মমিনুল হকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মুহাম্মদ হারুনর রশিদ,মোঃ কামরুল হাসান,শিক্ষক মোঃ আরিফ হোসেন,সুবীর মিত্র,মো. বসু মিয়া,মো. মিনহাজ,অভিজিৎ দাশ ও মো. শরীফ উদ্দিন প্রমুখ।
কেশব কুমার বড়ুয়া