চাঁদপুর বাবুরহাটে সরকারি শিশু পরিবারের ১০৫ জন এতিম শিশুকে ঈদের বিশেষ পোশাক, সাজসজ্জা ও প্রসাধন সামগ্রী দেয়া হয়েছে।২৯ এপ্রিল, শুক্রবার সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ শিশুদের হাতে ঈদের উপকরণ তুলে দেন।
এ সময়
জেলা প্রশাসকের স্বামী ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ জহুরুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেসকাতুল ইসলাম উপস্থিত ছিলেন।