চাঁদপুর সদর উপজেলার মৈশাদীতে বঙ্গবন্ধু ১০০ জাতের ধানের ভালো ফলন হয়েছে। সোনালি ধানে ভরে গেছে উপজেলার দুটি বিলের জমি।
শুক্রবার (২৯ এপ্রিল) দিনব্যাপী উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এই ধান কাটা হয়।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে ধান কর্তন অনুষ্ঠানে
জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন,
চাঁদপুর সদরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: নিজাম উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও সংশ্লিষ্ট মৈশাদী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু ধান ১০০ প্রসঙ্গে চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন বলেন, এই জাতের ধান গাছের কা- শক্ত, পাতা হালকা সবুজ ও ডিগ পাতা চওড়া। পূর্ণ বয়স্ক গাছের উচ্চতা ১০৬ সেমি হয়ে থাকে। এই জাতের ধানের ছড়া লম্বা হয়। ধান পাকার সময় কা- ও পাতা সবুজ থাকে। এই জাতের ১০০০ টি পুষ্ট ধানের ওজন প্রায় ২৪.৪ গ্রাম। এ ধানে অ্যামাইলোজের পরিমাণ ২৮.৫%। এ জাতের জীবনকাল ব্রি ধান ২৯ এর চেয়ে ৩-৫ দিন আগাম। যেমন ব্রি ধান ৮৯ এর জীবনকাল ১৫৪-১৫৮ দিন।
তিনি আরও বলেন, ব্রি ধান ৮৯ এর জীবনকাল ব্রি ধান ২৯ এর জীবনকালের চেয়ে ৩-৫ দিন কম কিন্তু ফলন বেশি। অতএব ফলন বেশি ও জীবনকাল কম হওয়ায় যেসব এলাকায় ব্রি ধান ২৯ চাষাবাদ করা হয় সেসব এলাকাতে সহজেই ব্রি ধান ৮৯ চাষ করা যাবে।
মুজিব শতবর্ষ উপলক্ষে চাঁদপুর সদরের মৈশাদীতে বঙ্গবন্ধু ধান ১০০ ও ব্রি ধান ৮৯ এর নমুনা শস্য কাটা হয়েছে। বৃত্তাকার পদ্ধতিতে ব্রি ধান ১০০ যেটি বঙ্গবন্ধু ধান ১০০ নামে পরিচিত ও ব্রি ধান ৮৯ এর নমুনা শস্য কাটা হয়।
চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, প্রচলিত জাতের তুলনায় ব্রি ধান ১০০ এর জীবনকাল ব্রি ধান ৭৪ এর প্রায় সমান। এ জাতের ফলন ব্রি ধান ৭৪ এর চেয়ে সামান্য বেশি হলেও (৪.৫%) ধানের গুণগত মান ভালো অর্থাৎ চালের আকৃতি মাঝারি চিকন এবং ব্রি ধান ৮৪ এর চেয়ে ফলন প্রায় ১৯% বেশি। তাছাড়া এই জাতের জিংকের পরিমাণ (২৫.৭ মি.গ্রাম/কেজি) ব্রি ধান ৭৪ এর চেয়ে বেশি (২৪.২ মি.গ্রাম/কেজি)। এ জাতটি হেক্টরে ৬.৯ থেকে ৮.৮ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম।
জানা যায়, ব্রি ধান ১০০ তে আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। এ ছাড়া অঙ্গজ অবস্থায় গাছের আকার ও আকৃতি ব্রি ধান ৭৪ এর মতো। এ জাতে ডিগপাতা খাড়া, প্রশস্ত ও লম্বা হয় এবং পতার রং সবুজ। পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১০১ সেমি.। জাতটির গড় জীবনকাল ১৪৮ দিন। ১০০০টি পুষ্ট ধানের ওজন গড়ে ১৬.৭ গ্রাম। চালের আকার আকৃতি মাঝারি চিকন এবং রং সাদা। জিংকের পরিমাণ ২৫.৭ মি.গ্রাম/কেজি এবং দানায় অ্যামাইলোজের পরিমাণ শতকরা ২৬.৮ ভাগ। এ ছাড়া প্রোটিনের পরিমাণ শতকরা ৭.৮ ভাগ এবং ভাত হয় ঝরঝরে।