চৌমুহনীতে বৃহস্পতিবার ৭টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী জানান, ইফতারের পর পরই চৌমুহনী ব্যাংক রোডের মাথায় একটি রেকসিনের দোকানে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ইসলাম মার্কেট ও পার্শ্ববর্তী বিপরীতমুখী বিদ্যুৎ এর লাইন সংযোগ থাকায় হোসেন মার্কেট, হক শপিং মলে আগুন লেগে যায়। এতে শতাধিক দোকান পুড়ে যায়।
খবর পেয়ে চৌমুহনী, মাইজদী, সোনাইমুড়ী, চাটখিল,ফেণী,লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসে ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও থেমে থেমে আগুনের ধোঁয়া জ্বলতে দেখা যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী ও এলাকাবাসী অভিযোগ করেন, চৌমুহনী শহরে ২০টি পুকুর রয়েছে। কিন্তু প্রভাবশালী একটি মহল পুকুর ও পুকুরপাড় অধিকাংশ দখল করে দোকানপাট ও বসতঘর নির্মাণ করায় পুকুরগুলিতে পানি না থাকায় আগুন নেভাতে পারা যায় না। এ সকল দখলদারদের উচ্ছেদ করে পুকুরগুলি পুনঃখনন করে পানি সংরক্ষণের ব্যবস্থা করলে অগ্নিকাণ্ড ঘটলেও পানির সমস্যা হবে না। এ ব্যাপারে চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার জানান আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক বেগ পেতে হয়েছে।
আনুমানিক শতাধিক দোকান পুড়লেও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা এ মূহুর্তে সম্ভব নয়। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি জানান, চৌমুহনীর অগ্নিকাণ্ডে কেউ কোনকরম চুরি-ছিনতাই,মালামাল লুটপাট করতে যেন না পারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।