পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রের অনুষ্ঠান মালায় ঈদের দিন সকাল ১০.৩০ মিনিটে প্রচারিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ ভাওয়াইয়া গীতিনকশা ঃ “আইলো ঘুরি ঈদের খুশি”
সকাল ১১.০৫ মিনিটে প্রচারিত হবে কবি ও কবিতা : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ কবিদের নিয়ে স্বরচিত কবিতা পাঠের আসর, দুপুর ১.৩০ মিনিটে প্রচারিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ গীতিনকশা : “ঈদের এই পবিত্র শুভক্ষণে”, দুপুর ২.১০ মিনিটে প্রচারিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে বিশেষ গীতিনকশা : ‘ঈদের আনন্দ সবার ঘরে’, বিকেল ৩.০৫ মিনিটে প্রচারিত হবে শ্রোতাদের সাথে ঈদ আড্ডা, রাত ৯.০৫ মিনিটে প্রচারিত হবে বেতার বিচিত্রা : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রংপুর ও এর আশেপাশের অনুষ্ঠান এর উপর ভিত্তি করে বেতার বিবরণী, রাত ১০.০০টায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ নাটক : “ঈদের আনন্দ”।