চাঁদপুর জেলা কারাগারে মায়েদের সঙ্গে থাকা নারী বন্দির
পাঁচ শিশুকে ঈদের পোশাক ও খাবার উপহার দিয়েছেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ডিসি অঞ্জনা খান মজলিশ কারাগার পরিদর্শনে এসে বাচ্চাদের জন্য জামা, চিপস, চকলেটসহ ঈদ উপহার তুলে দেন।এ সময় তিনি বন্দি মায়ের শিশুদের কোলে নিয়ে আদরও করেন।
জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. গোলাম দস্তগীর জানান, কোনও শিশুই মামলার আসামি হিসেবে কারাগারে নেই। তবে মায়েদের সঙ্গে থাকা ৫ শিশু কারাগারে অবস্থান করছে। কারাগারে থাকা শিশুদের মায়েরা মাদকসহ বিভিন্ন মামলার আসামি।
জেলা প্রশাসক জানান, অপরাধী সংশোধন ও পুনর্বাসন কমিটির অর্থায়নে চাঁদপুর কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের ঈদ উপলক্ষে নতুন পোশাক ও শুকনো খাবার দেওয়া হয়েছে। সেই সাথে কয়েদিদের জন্য তিনটি টিভিও দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।