চাঁদপুরের বহুল কাঙ্খিত ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়টি দ্রুত রাজস্ব খাতের আওতায় আসলেই সেবার মান আরো অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই ২য় শ্রেণীর ষ্টেশনটি মাত্র ১৩ জন জনবল নিয়ে উপজেলায় কাজ করছে।
২৮ এপ্রিল বৃহস্পতিবার এই কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সাথে আলাপচারিতায় এসব তথ্য পাওয়া যায়।
সূত্র মতে, জনবলের যেই ১৩ জন ফায়ার ফাইটারগণ এখানে নিয়োজিত রয়েছেন। তারা সবাই সংযুক্ত। ৩ তলা বিশিষ্ট এই কার্যালয়টি আগুন নিয়ন্ত্রণে ২টি অত্যাধুনিক গাড়ী রয়েছে। গাড়ীগুলোর মধ্যে ১ম টি হচ্ছে ১ম কল পানিবাহী গাড়ী। যার পানি ধারন ক্ষমতা ১৮০০ লিটার। এটি শুধু ফরিদগঞ্জ পৌরসভা এলাকায় কাজ করতে পারবে। পাশাপাশি ২য় গাড়ীটি হচ্ছে টানা গাড়ী। অর্থাৎ ২য় গাড়ীটি যে কোন দূর্গম এলাকা থেকে পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব।
এসব তথ্য নিশ্চিত করে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মোঃ সালাউদ্দিন বলেন, অপারেশনের জন্য এখানে সবই রয়েছে। দক্ষ ফায়ার ফাইটারগণকে এই ষ্টেশনটিতে সংযুক্ত করা হয়েছে। এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়টি হওয়ায় উপজেলাবাসীর প্রাণের দাবী পূরণ হয়েছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করায় তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য, চলতি ২০২২ সালের ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়টি উদ্বোধন করেন। এ সময় ফরিদগঞ্জের এমপি সাংবাদিক শফিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।