রংপুরের পীরগঞ্জে যাকাত ফান্ড থেকে মেডিকেলে সুযোগ পাওয়া ২ শিক্ষার্থী ও কৃতী খেলোয়াড়কে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে যাকাত বিতরণ উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় দরিদ্র পরিবারের ২ মেধাবি শির্ক্ষাথী ও একজন খেলোয়াড়কে নগদ ৪ হাজার করে টাকা বিতরণ করেন। এ সময় পীরগঞ্জ উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ইনচার্জ রেজাউল ইসলাম, পীরগঞ্জ মডেল মসজিদের ইমাম ওয়ালীউল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন। অর্থ প্রাপ্তরা হলো-দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া পীরগঞ্জ পৌরসভার উজিরপুর গ্রামের জেলেপল্লির মৎস্যজীবী ধলু চন্দ্রের কন্যা দীপ্তি রানী দাস, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া কানঞ্চগাড়ি ছাছমালিয়া দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণীর কর্মচারী রায়পুর ইউনিয়নের দ্বারিকাপাড়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সুবর্ণা আক্তার রুমি ও পীরগঞ্জ সরকারি শাহ আবদুর রউফ কলেজের এইচএসসি'র দ্বাদশ শ্রেনীর ছাত্র ধনশালা গ্রামের রফিকুল ইসলামের ছেলে লিয়ন প্রধান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১, বালক (অনুর্ধ-১৭) এর প্রতিভাবান ৪০ জন খেলোয়াড়ের বিকেএসপিতে ২ মাসব্যাপী উন্নত প্রশিক্ষণ থেকে ব্রাজিলে অধিকতর উন্নত প্রশিক্ষণের জন্য ১১ জনকে বাছাই করা হয়। এরমধ্যে ফুটবল মাঠে ফরোয়ার্ড হিসেবে পীরগঞ্জের লিয়ন প্রধান রয়েছেন। গত ৪ এপ্রিল ক্রীড়া পরিদপ্তর থেকে খেলোয়াড়দের নামের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়াও চককরিম গ্রামের কাদের মন্ডলের ছেলে জয়নাল আবেদীনকে ৭ হাজার টাকা প্রদান করা হয়।