দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের উদ্যোগে স্থানীয় প্রশাসন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসলমান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি ও সুধীজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ই এপ্রিল বুধবার ঘোড়াঘাট থানা চত্বরে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।ইফতার অনুষ্ঠানে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দিনাজপুর ১১- ৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মোঃ আবদুর রাফে খন্দকার শাহানসা, উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার এ,এস,পি শরিফুল ইসলাম,ঘোড়াঘাট পৌর মেয়র আবদুস সাত্তার মিলন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১নং বুলাকীপরু ইউপি চেয়ারম্যান সদের ্আলী খন্দকার, পৌর আওয়ালীগের সভাপতি মোঃ ইউনুছ আলী মন্ডল,সাধারণ সম্পাদক ও ৪ নং ঘোড়াঘাট ইউপি চেয়রম্যান মোঃ আসাদুজ্জামন ভুট্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান সওদাগর ঘোড়াঘাট উপজেলা কৃষকলীগ ও ঘোড়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আকাশ,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আল মাহমুদ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ। ইফতার মাহফিলে দেশের সুখ সমৃদ্ধি ও ধর্মপ্রাণ মুসলমানদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।