“বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনা দিচ্ছে এ নিশ্চয়তা” এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় চাঁদপুর জেলা ও দায়রা জজ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে আদালত প্রাঙ্গনে চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে লিগ্যাল এইড ফেয়ার মেলা উদ্বোধন এবং দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা, ডকুড্রামা প্রদর্শন ও শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমানের সভাপতিত্বে
ও জেলা লিগ্যাল এইড অফিসার সাকিব হাসান এর অনুষ্ঠান পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার,জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মিজানুর রহমান।
বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াসমিন,জেলা আইনজীবী সমিতির সভাপতি
কামাল উদ্দিন আহমেদ,আব্দুল্লাহ আল মামুন, অ্যাডঃ আবদুর রহমান, পিপি রনজিত রায় চৌধুরী। পুরস্কারপ্রাপ্ত আইনজীবীদের মধ্য বক্তব্য রাখেন অ্যাডঃ ফরিদা ইয়াছমিন কচি ও অ্যাডঃ নুরুদ্দিন।
উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জের খাদিজা আক্তার ও চচাঁদপুর সসদরের উম্মে কুলসুম ইভা।
সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান বলেন, গরীব দুঃখীর মামলার ব্যয় সরকার বহন করছে। এ ছাড়াও অসহায়দের বিভিন্ন আইনি সহায়তা প্রদানের জন্য সরকারি বেসরকারি সংগঠনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বর্তমান সরকার। যাতে দেশের কোন নাগরিক আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন। তারা আইনি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হন।
তিনি আরো বলেন, জনগণকে আইনগত সহায়তা প্রদান করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’ প্রণয়ন করেন এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করে সরকারি আইনগত সহায়তা প্রদান কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেন।
অনুষ্ঠানে বিচারকগণ, লিগ্যাল এইড কর্মকর্তারা, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।