চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদস্হ শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পুনবাসন কেন্দ্র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নিদের্শনা অনুসারে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত বুধবার স্হানীয় পুনবাসন কেন্দ্র চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রের উপ- তত্বাবধায়ক জেসমিন আকতার। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী মনু, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি, হাটহাজারী পৌরসভা যুবলীগ নেতা আইয়ুব খান লিটন, নূরুল আবসার তারেক, গোলাম ফারুক জীবন।
অনুষ্ঠানে কেন্দ্রে বসবাসকারী শিশুদের উপহার সামগ্রী বিতরন করা হয়।