নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি আলহাজ¦ মোরশেদ আলমের উদ্যোগে আলোচনা সভা ,ইফতার ও দোয়া মাহফিল বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বাহার উল্যাহ বাহারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং এম.পির স্থানীয় প্রতিনিধি আলী আক্কাছ রতনের সঞ্চালনায় আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সাংসদ আলহাজ¦ মোরশেদ আলম। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, ৩ নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আবদুল ওহাব,উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আ.স.ম.জাকারিয়া আল মামুন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিঠু, ৪ নং কাদরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান পলাশ, পৌর সভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মামুন, এ সময় সেনবাগ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া মিলাদ পরিচালনা করা হয়।