হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দূর্লভপুর গ্রাম থেকে বর্ণা আক্তার নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ( বুধবার) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করে। স্থানীয় সুত্রে জানা যায়, দূর্লভপুর গ্রামের দুলাল মিয়ার মেয়ে মনতলা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী’ বর্না আক্তারের সঙ্গে মোবাইলে ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ভবানীপুর গ্রামের এক ছেলের সঙ্গে। প্রেম সংক্রান্ত মান অভিমানের জের ধরে মঙ্গলবার রাতে ওই ছাত্রীর ঘরের তীরের সঙ্গে ওড়না প্যাচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বুধবার সকালে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) উত্তম কুমার দাস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার দাস বলেন কি কারণে আত্মহত্যা করেছে তা এখনি বলা সম্ভব নয়। তদন্ত করা হচ্ছে।