চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদস্থ সরকারি শিশু পরিবার (বালক) এর উদ্যোগে পবিত্র মাহে রমজান ১৪৪৩ হিজরি উপলক্ষে গত মঙ্গলবার বিকালে প্রতিষ্ঠানের হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ‘সিয়াম সাধনার তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর এবং আলোচনা করেন মাওলানা মো. জাহাঙ্গীর আলম ও সহকারি তত্ত্বাবধায়ক মোঃ মমিনুল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে নিবাসী শিশু মো. হোসেন এবং নাতে রাসুল পরিবেশন মো. মোস্তাকিম আহমেদ। অনুষ্ঠানে সহকারি শিক্ষক মুহাম্মদ হারুনর রশিদ,অফিস সহকারি মোঃ কামরুল হাসান,শিক্ষক মোঃ আরিফ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী মো. আইয়ুব,মোরশেদ আলম,নুর হোসেন,আকরাম আলী, মো. বসু মিয়া, মো. মিনহাজ,মো.শরীফ উদ্দিন ও নিবাসী শিশুরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি,সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।