পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বোদা উপজেলার শাখার উদ্যোগে সংগঠনটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ছাত্র ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার ইফতার পুর্ব আলোচনা সভায় উপজেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক মোঃ সাকিল আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও সাংবাদিক লিহাজ উদ্দীন মানিক। বিশেষ অতিথির বক্তব্য ছাত্র ইউনিয়ন পঞ্চগড় জেলা সংসদের আহ্বায়ক দেলোয়ার হোসেন। এ সময় ছাত্র ইউনিয়নের উপজেলা যুগ্ন আহ্বায়ক অজুন চন্দ্র সহ ছাত্র ইউনিয়নের সকল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার শেষে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর একটি আনন্দ মিছিল উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।