চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ অবশেষে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
এই ইউ পির দীর্ঘ প্রতিক্ষিত নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ায় ইউ পির দীর্ঘ ভোট বঞ্চিত জনগনের মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে। নির্বাচন কমিশন আগামী ১৫জুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। গত ২৫ এপ্রিল নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন খন্দকার দেশের অন্যান্য ইউপি নির্বাচনের সাথে এই ইউ পি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ইউনিয়নের সীমানা জটিলতার কারণে গত ২৮ নভেম্বর এই উপজেলার আওতাধীন অন্যান্য ইউ পি নির্বাচনের সাথে এই ইউ পির নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়নি। উপজেলার অন্যান্য ইউ পির সাথে নির্বাচন না হওয়ায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও হতাশা ছিল। তফসিল ঘোষণার পর এলাকাবাসীর মন থেকে সেই হতাশার ভাব কেটে গেছে। এই ইউনিয়নে ও বিগত ২৮ নভেম্বর ২০২১ খৃষ্টাব্দে অনুষ্ঠিত উপজেলার ১২নং চিকনদন্ডী ইউনিয়নের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের(ইভিএম) মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন।
বুধবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কমিশন মোঃ আনোয়ার খালিদ।
তিনি জানান সদ্য ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আগামী১৭মে,বাছাই ১৯ মে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৬মে,প্রতীক বরাদ্দ ২৭মে নির্ধারণ করা হয়েছে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪,৮৬। এর মধ্যে পুরুষ ১২৯৮৩ ,মহিলা ১১৮৭৩।তবে কেন্দ্রীয় কার্যালয় থেকে আপগ্রেট ভোটার তালিকা পাওয়া পর জানা যাবে বর্তমান ভোটারের সংখ্যা। গতকাল যে ভোটার তালিকা প্রদান করা হয়েছে তা পূর্বের তালিকা।
এদিকে নির্বাচনী তফসিল ঘোষণার পর পরই মাঠে নেমে পড়েছে মনোনয়ন প্রত্যাশীরা। বিশেষ করে দলীয় প্রতীক পাওয়ার জন্য সম্ভাব্য প্রার্থীরা বড় বড় নেতাদের নিকট দৌড়ঝাপ শুরু করেছেন।