সাবেক মন্ত্রী ও হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দেশের সার্বিক আইন শৃঙ্খলা, উন্নয়নের পূর্ব শর্ত। তাই আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন পুলিশের সাথে প্রশাসন, জনপ্রতিনিধি,সুশীল সমাজ সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে। পুলিশের একার পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। তাদের সর্বতোভাবে সহযোগিতা করতে হবে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে উপজেলার আওতাধীন হাটবাজার কিংবা মার্কেটে কেনা কেটায় ক্রেতারা যাতে নির্বিঘেœ সওদা করতে সেই দিকে বেশি নজার দিতে হবে। তিনি গত মঙ্গলবার হাটহাজারী উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা উল্লিখিত অভিমত ব্যাক্ত করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউ এন ও মোঃ শাহিদুল আলম। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় যথাক্রমে নূরুল আলম বাশেক ও মোক্তার বেগম মুক্তা, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ওসি রফিকুল ইসলাম, গোবিন্দ প্রসাদ মহাজন, দিদারুল আলম বাবুল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাবিল ফারাবী, সমাজ সেবা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম ও পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন হারুন অর রশীদ, আবদুল খালেক, সালাউদ্দিন চৌধুরী, নূরুল আহসান লাভু, জায়নুল আবেদিন প্রমুখ।