পিরোজপুরের ইন্দুরকানীতে মশার কয়েলের আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাফসা বেগম (২৪) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া গ্রামের ফারুক হাওলাদারের স্ত্রী। মঙ্গলবার রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পিতা মোসলেম বয়াতি জানান, তার কন্যা ও জামাতা গত শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে খাটের পাশে জ্বালিয়ে রাখা মশার কয়েল দিয়ে মশারিতে আগুন লাগে। ওই আগুনে তার গায়ের জামা ও ওড়নায় লেগে সে দগ্ধ হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্য হয়।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, এমন কোন তথ্য আমার জানা নাই। বিষয়টি খোঁজ নিচ্ছি।