নিউ মার্কেট ও ঢাকা কলেজের মধ্যকার সংঘর্ষে বিএনপি নেতা মকবুল হোসেনকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং সকল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর বিএনপি।
মঙ্গলবার দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে মূল ফটকের সামনে বাধা দেয় পুলিশ। এ সময় নেতাকর্মীদের সাথে পুলিশের বাক বিতন্ডা হয়। পরে রাস্তার সামনেই বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়ে সমাবেশ করে। মহানগর বিএনপি'র আহ্বায়ক মোঃ সামসুজ্জামান সামু'র সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মোঃ মাহফুজ উন নবী ডন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য, রুহুল আমিন বাবলু, প্রভাষক মোঃ শাহিনুর ইসলাম, মহানগর যুবদলের সাধারন সম্পাদক মোঃ লিটন পারভেজ, কৃষকদলের আহ্বায়ক মোঃ শাহ নেওয়াজ লাবু, মহানগর ছাত্রদলের সভাপতি মোঃ নুর হাসান সুমন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ মাহবুব হোসেন সুমন, প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে বিএনপি নেতা মকবুল হোসেনসহ সকল নেতা-কর্মীর মুক্তি ও দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানান।