হাটহাজারীর গুমানমর্দ্দনে কীট নাশক পান করে মাখন কান্তি নাথ (৬০)নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। গত সোমবার দিবাগত রাতে ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তানপাড়া মহাজনের বাড়িতে এই ঘটনা ঘটেছে। সে স্হানীয় মৃত নজির বাঁশী নাথের পুত্র। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
স্হানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাখন গত সোমবার দিবাগত রাতে পরিবারের লোকজন অজান্তে ঘরের দরজা বন্ধ করে কীট নাশক পান করে। ঘরের ভিতরে তার ঘোঙ্গানী শুনে ঘরের লোকজন দরজা ভেঙে ভিতর ঢুকে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে ভোর রাতে মারা যায়। মাখন নাথের মৃত্যু সংবাদ গনমাধ্যমকে নিশ্চিত করেছেন গুমানমর্দ্দন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শফিউল আলম। লাশ ময়না শেষে তার লাশ বাড়িতে আনা হবে বলে তিনি (মেম্বার) উল্লেখ করেন।