সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহারের এক অনন্য নজির স্থাপন করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অবস্থিত ফরহাদাবাদ সেফ হোম। ফেসবুক-ইউটিউবের বদৌলতে দীর্ঘ ৭ বছর পর বাক প্রতিবন্ধী লিজা খুঁজে পেয়েছে তার পরিবার। এ প্রতিষ্ঠানের নিরাপদ হেফাজতী বাক প্রতিবন্ধী লিজাকে রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানার জিডি নং ২৯৪ তারিখ ৭/৮/২০১৫ মুলে এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট,কগনিজেন্স আদালতের আদেশে ১১/০৮/২০১৫ সালে ভর্তি করা হয়। ভর্তির পর তার অভিভাবক ও ঠিকানা খুঁজে পেতে রাঙ্গামাটি সদর,কাপ্তাই উপজেলার স্থানীয় পত্রিকায় এবং ক্যাবল অপারেটরের মাধ্যমে প্রচার চালানো হয়। কিন্তু লিজার কোন অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। কর্তৃপক্ষ তার প্রকৃত ঠিকানা খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়ে ছিল। তাকে স্বাবলম্বী হওয়ার নিমিত্তে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ড্রেস মেকিং ও হস্তশিল্পের প্রশিক্ষণ দেয়। কিন্তু আপন জনের সান্নিধ্য একজন মানব সন্তানের আজীবন চাহিদা। তাই সবর্শেষ প্রচেষ্টা হিসেবে লিজার পরিবারের সন্ধান চেয়ে গত ৩০ মার্চ ফেসবুক ও ইউটিউবে প্রচার করা হয় ভিডিও চিত্র। তাতে সাড়া দিয়ে ছুটে আসে তার মা,খালা,খালুসহ পরিবারের আট সদস্য। লিজা তার মা,খালা,খালুকে সনাক্ত করে। এ যেন এক মহামিলন। লিজার বাড়ী নরসিংদী জেলার শিবপুর উপজেলার মির্জাকান্দি গ্রামে। সেফ হোম কর্তৃপক্ষের প্রতিবেদন,মা জরিনা বেগমের জাতীয় পরিচয় পত্র ও দাখিলকৃত দলিল-পত্রাদি যাচাই-বাছাই শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট,কগনিজেন্স আদালত গত ২৫ এপ্রিল লিজাকে তার মা জরিনা বেগমের জিম্মায় মুক্তির আদেশ প্রদান করেন। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে সেফ হোম,চট্টগ্রামের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর লিজাকে তার মা জরিনা বেগমের কাছে হস্তান্তর করেন। এ সময় এক আবেগঘন পরিবেশ তৈরী হয়। দীর্ঘ ৭ বছর পর লিজা তার মা,খালা,খালুকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সমাজকর্মী লাভলী বড়ুয়া,ফাহমিদা খাতুন,রাজিয়া সুলতানা,মোঃ কামরুল হাসান ও নার্স শিরিন ইসলাম প্রমুখ।