সাবেক মন্ত্রী ও হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন মানুষ হিসাবে আমরা নিজেদের মধ্যে মতানৈক্য থাকতে পারে। কিন্তু এলাকার উন্নয়ন ও জনস্বার্থে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় জনকল্যাণ ও এলাকার উন্নয়ন বাধাগ্রাস্হ হবে। রাজনীতি জনকল্যাণের স্বার্থে। আর জনকল্যাণ ও দেশের উন্নয়ন করতে না পারলে সেই রাজনীতিকে কল্যানমূখী রাজনীতি বলা যাবেনা।
তিনি মঙ্গলবার হাটহাজারীতে প্রধান মন্ত্রী ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার ঘরের দলিল হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষণা ছিল গ্রাম হবে শহর। দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না। সেই ইশতেহার বাস্তবায়ন বঙ্গবন্দ্ধু কন্যা প্রধান মন্ত্রী করে যাচ্ছেন বলে উল্লেখ করেন।
উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনান( ভূমি) আবু রায়হান, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্ধয় যথাক্রমে নূরুল আলম বাশেক ও মোক্তার বেগম মুক্তা, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ও থানার ওসি রফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষাবিদ শিমুল কান্তি মহাজন।
এই উপজেলায় আশ্রয়ান -২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীণ ১৫ টি পরিবারের মাঝে খতিয়ানসহ জায়গার দলিল,চাবি ও ঈদ উপহার হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। প্রধানমন্ত্রীর ভিডিও কসফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পৌরসভার আদর্শ গ্রামে এই প্রকল্পের আওতায় নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘরের দলিল পরিবারের সদস্যদের মাঝে হস্তান্তর করেন।