মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষের জন্য নির্মিত ঘর এবং জমি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় সারাদেশব্যাপী গণ ভবন থেকে ভার্চুয়ালীতে অংশ নিয়ে এসব ঘর এবং জমি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কর্মসূচীর আওতায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪৫টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে আধা পাকা ঘর হস্তান্তর করা হয়।
উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ভিডিও ভার্চুয়ালিতে উদ্বোধনের পর গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি উপকারভোগী ভূমিহীন ও গৃহহীন ৪৫টি পরিবারের নিকট তাদের বাড়ির জায়গার দলিল এবং ঘর হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি অধ্যক্ষ ছাইফুলার রহমান তোতা চৌধুরী, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল, আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ও বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং গৃহ পাওয়া উপকারভোগীরা।