কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লী সেলাই কেন্দ্রের শুভ উদ্বোধন আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সবুজ আন্দোলন ফাউন্ডেশেন কুড়িগ্রামের আয়োজনে এবং পল্লী পাঠাগার ও শাহাবুদ্দিন মিয়া মিউজিক এ- আর্ট স্কুলের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে উপজেলার ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান হয়। শেষে উপস্থিত অতিথি, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন স্তরের মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মিজানুর রহমান বুলবুলের সভাপতিত্বে এবং ভিতরবন্দ পল্লী পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম রাশিদ আলীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও জার্মানি গ্রীণ পার্টির সভাপতি শাহাবুদ্দিন মিয়া, বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, বিশিষ্ট কণ্ঠ শিল্পী অন্তর রহমান, সবুজ আন্দোলন ফাইন্ডেশনের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার গাজী সাইফুর রহমান প্রমুখ।