২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনছার ভিডিপি সদস্যদের পারিশ্রমিকের টাকা ১৩৪ জন পিসি জনপ্রতি ২৪০৩.৭৫ টাকা এবং ভিডিপি সদস্য ১০০৫ জনকে জন প্রতি ২২০৩.৭৫ টাকা মঙ্গলবার প্রদান করা হচ্ছে ভূরুঙ্গামারী উপজেলা আনছার ও ভিডিপি কার্যালয়ে। ২৬ এপ্রিল উপজেলার ১০ ইউনিয়নের ভিডিপি সদস্য পুরুষ ও মহিলারা রমজান মাসে ভোটের পারিশ্রমিক নিতে এসে অনেক ঝামেলায় পড়েছেন। উল্লেখ্য, শিলখুড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বাসিন্দা মোঃ বাদশা মিয়া জানান, সকাল বেলা থেকে অপেক্ষা করতে দুপুর ০৩ ঘটিকার দিকে অনেকেই রাস্তার পাশে বসে কাঁদছেন।
জানা গেছে, গত সংসদ নির্বাচনে অনেকে দায়িত্ব পালন করে ৫ হাজার টাকা পেলেও এই নির্বাচনে মাত্র ২২শত টাকা পেয়ে অনেকেই খুশি নন।