কুড়িগ্রামের নাগশ্বরীতে হতদরিদ্র ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও গৃহের চাবির ফোল্ডার হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব গৃহ হস্তান্তরের উদ্বোধন করলে সারাদেশের ন্যায় নাগেশ্বরীতেও উপজেলা অডিটরিয়ামে ৮০ জন সুবিধাভোগীর মাঝে জমির দলিল ও গৃহের চাবির ফোল্ডার হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুম। এ সময় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম,সহকারী কমিশনার-ভূমি উজ্জ্বল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান, উপজেলা প্রকৌশলী ওয়াসিম আতহার প্রমুখ।