মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পেলো ময়মনসিংহের গফরগাঁওয়ো ৪০ পরিবার। উপজেলার দুইটি থানার ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসানের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ঘরগুলো হস্তান্তর করেন। এ উপলক্ষে মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যা বলেন তা বাস্তবায়ন করেন। তিনি বলেছিলেন একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী এই ঘর হস্তান্তরের মাধ্যমে তিনি তার কথার বাস্তবায়ন করছেন।
এসময় পৌর মেয়র এস. এম ইকবাল হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম সবুজসহ সুবিধাভোগি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।