জামালপুরের মেলান্দহে ট্রেনের নিচে পড়ে গৃহবধূ আনোয়ারা বেগম (৪৫) মারা গেছে। ওই গৃহবধূ ইসলামপুর উপজেলার মহিষকোড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানিয়েছেন, ২৬ এপ্রিল দুপুর ১টার দিকে দুরমুঠ হামলাপাড়া গ্রামের রেলের চুঙ্গিপুলের উপর ওই গৃহবধূ দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামি কমিউটার ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করেছে।