চট্টগ্রামের চন্দনাইশে ও সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে মঙ্গলবার ভূমিহীন ও গৃহহীন ৬৫টি পরিবারের মাঝে ঘরে চাবি ও দলিল হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী সরকারি গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় পর্যায়ে উপজেলা হাশিমপুর ও কাঞ্চনাবাদে ওই পরিবারের মাঝে জমির দলিল ও নির্মাণকৃত ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা ভিডিও কনফারেন্স রুমে ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার নাছরীন আক্তার ,উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,পৌর মেয়র মাহাববুল আলম খোকা,সহকারি কমিশনার ভূমি মো: গালিব চৌধুরী জনপ্রতিনিধিসহ উপকারভোগীগন উপস্থিত ছিলেন।