সদর উপজেলার ৫৫জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দুই শতক জমি ও সেমিপাকা ঘর দেয়া হবে। হাতে তুলে দেয়া হবে জমির দলিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারাদেশে কার্যক্রমটির শুভ উদ্বোধন করবেন আজ। বিষয়টির গুরুত্ব বিবেচনায় রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুর নাহার বেগম একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেন। সোমবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুর নাহার বেগম জানান, সদর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে ৫০টি, দ্বিতীয় পর্যায়ে ১১০টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দুই শতক জমি ও সেমিপাকা ঘর হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে ৫৫টি প্রথম ধাপে ও দ্বিতীয় ধাপে ৫০টি মিলে মোট ১০৫টি। এরমধ্যে ৫৫টি ঘরের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। চন্দনপাট ইউনিয়নের বাবু পাড়া গ্রামে ১৬টি, কালাপাড়া গ্রামে ৬টি, শ্যামপুর গ্রামে ৩টি ও সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া গ্রামের পুকুর পাড়ে ৩টি ঘর নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুর নাহার বেগম জানান, আসন্ন ঈদ উপলক্ষ্যে এটি প্রধানমন্ত্রীর ঈদ উপহার। প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, ভাইস চেয়ারম্যান কাজলী বেগম এবং খলেয়া ইউপি চেয়ারম্যান মোত্তালেবুল হক প্রমুখ।